
ফয়সাল মাহমুদ বড়লেখাঃ করোনা ভাইরাসের কারণে ঘোষিত লকডাউনে গৃহবন্ধি মানুষের এই ক্রান্তিলগ্নে সারাদেশের ন্যায় করোনার প্রাদুর্ভাব রোধে সব কিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন মৌলভীবাজারের বড়লেখার নিম্ন আয়ের মানুষেরা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকালে বড়লেখার দক্ষিণভাগ উত্তর ইউপির সমাজকল্যাণ পরিষদ দক্ষিণ মুছেগুল এর উদ্যোগে মুছেগুল এলাকায় ১০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে। এরমধ্যে চাল,সয়াবিন তেল,পেঁয়াজ ও আলু বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, পরিষদের উপদেষ্টা ও স্থানীয় ইউপি সদস্য মাওলানা আলিম উদ্দীন, হাফিজ আবুল হোসেন। সভাপতি জুবায়ের আহমদ শিমুল, সিনিয়র সহ সভাপতি হাফিজ হারুনুর রশিদ, অর্থ সম্পাদক হেলাল,সাইফুর রহমান রুহেল, তাওহিদ আহমদ ফাহিম, সদস্য জাকির হোসেন,মারওয়ান আহমদ, জামিল আহমদ, শিপান আহমদ, খালিদ হাসান ছাঈদ প্রমুখ।
সমাজকল্যাণ পরিষদের সভাপতি জুবায়ের আহমদ শিমুল জানান, যারা দিন আনে দিন খায় এমন শ্রমজীবী মানুষ করোনার কারণে অসহায় হয়ে পড়েছে। এমন অবস্থায় ওইসব দিনমজুর মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সমাজকল্যাণ পরিষদ দক্ষিণ মুছেগুল। এর আগেও সমাজকল্যাণ পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং এ নিয়ে দ্বিতীয় ধাপে ত্রাণ বিতরণ করা হয়েছে।
