বড়লেখায় চাল বিতরণে অনিয়ম দেখা দিলে জনতার আদালতে কঠিন শাস্তি হবে-সোয়েব আহমদ

সমছ উদ্দিন,বড়লেখাঃ বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মহামারি দেখা দেয়ায় পৃথিবী প্রায় স্তব্দ হয়ে আছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যে দেশের মানুষের জন্য চাল ও নগদ অর্থ বরাদ্ধ করেছে। কিন্তু কোথাও কোথাও দেখা যাচ্ছে যারা এসব পাবার কথা ছিলো তারা তা পাচ্ছে না। অন্যদিকে বিভিন্ন জেলা উপজেলা এমনকি ওয়ার্ডের মেম্বারদের মাঝে পর্যন্ত চাল চুরি হিড়িক পড়েছে বলে দেখা যাচ্ছে।

সকল দিক বিবেচনা করে বড়লেখায় এমন ঘটনা যেনো না ঘটে এবং সবাই যাতে তাদের ন্যায্য অধিকার বুঝে পায় সেজন্য দুঃস্কৃতকারিদের হুশিয়ারি করে নিজ ফেইসবুক আইডি থেকে একটি পুস্ট করেছেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ। দৈনিক বড়লেখার পাঠকদের জন্য নিম্নে তা হুবুহু তুলে ধরা হলো।

সদয় অবগতির জন্যঃ
করোনা ভাইরাসের কারনে, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষনা অনুযায়ী আজ পর্যন্ত বড়লেখা উপজেলায় ৫০.৫০০ মেট্র: টন চাল (মূল্য বিশ লক্ষ বিশ হাজার)। ইউ,পি চেয়ারম্যান ও মেম্বার এর মাধ্যমে ১০ কেজি করে ৫ হাজার ৫ শত পরিবারকে দেওয়া হচ্ছে। এছাড়া নিম্ন বৃত্তদের জন্য ১৯২.০০ মেট্রিকটন চাল(সরকারের ভর্তুকি ৫৭ লক্ষ ৬০ হাজার টাকা) ৬ হাজার ৪শত পরিবারকে ১০ টাকা কেজি মূল্যে ৩০ কেজি করে ইউ পি ডিলারদের মাধ্যমে দেওয়া হচ্ছে। এবং আরো ৪৬.৫৬০ মেট্র: চাল ( ১৮ লক্ষ ৬০ হাজার টাকা) দু:স্হ মহিলা ১৫শত ৫২জন কে (ভি,জি,ডি) প্রদান করা হচ্ছে।


মোট উপকার ভোগির সংখ্যা ১৩ হাজার ৪ শত ৬৪ পরিবার। (total 96 lac 6o thousand tk).পৌর শহরে ও,এম,এস কার্যকম চালু আছে।
এান সংশ্লিষ্টদের জানানো যাইতেছে কোথাও অনিয়ম দেখা দিলে প্রশাসনের পাসাপাশি জনতার আদালতে কঠিন শাস্তি প্রদান করা হবে।
সোয়েব আহমদ
চেয়ারম্যান বড়লেখা উপজেলা পরিষদ।

সুয়েব আহমদ ঃফাইল ছবি

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.