
নিজস্ব সংবাদঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি এবং দোকান খোলা রাখার কারণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বৃহস্পতিবারে (০৯এপ্রিল) ১৩টি মামলায় মোট ১৭,৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার, ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বড়লেখাবাসীকে আবারও অপ্রয়োজনে বাইরে ঘুরাঘুরি না করার জন্য অনুরোধ করেন।অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
