
নিউজ ডেস্কঃ
সিলেট শহরতলীর হায়দরপুরে রাতের আধারে প্রবাসীকে কুপিয়ে খুন করেছে অজ্ঞাত ঘাতকরা। নিহত ওই প্রবাসীর নাম ফাহিম আহমদ। তিনি টুকেরবাজারের হায়দরপুর গ্রামের আব্দুল মানিকের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন- ফাহিম আহমদ কাতার প্রবাসী। তিনি ছুটি কাটাতে প্রায় ৩ মাস আগে দেশে ফিরেন। করোনাভাইরাসের কাছে কর্মস্থলে ফিরতে তার বিলম্ব হচ্ছিলো।
তারা জানান- বৃহস্পতিবার শবে বরাতের রাত সাড়ে ১১ টার দিকে ফাহিমের রক্তাক্ত লাশ দেখতে পান। পরে তারা স্থানীয় জালালাবাদ থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা জানিয়েছেন- জালালাবাদ থানা পুলিশ রাতে কাতার প্রবাসী এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারনা করা হচ্ছে- পূর্ব শত্রুতার জের ধরে ওই প্রবাসীকে হত্যা করা হয়েছে। পুলিশ খুনের ঘটনাটি তদন্ত করছে বলে জানান তিনি।
