বড়লেখা বাসিকে ফ্রী টেলিমেডিসিন সেবা দিতে কাজ করছে বড়লেখার একঝাঁক তরুণ চিকিৎসক।

ডাক্তারগণের ফাইল ছবি

সমছ উদ্দিন, বড়লেখাঃ করোনা ভয়াবহতার কথা চিন্তা করে বিশ্বের সর্বত্র প্রায় কমিউনিটি ট্রান্সমিশন রোধে চিকিৎসকদের চেম্বার বন্ধ রেখে শুধু জরুরী বিভাগ চালু রাখাতে জোর দেওয়া হচ্ছে। এমতাবস্থায় টেলিমেডিসিন তথা মোবাইল ফোনে চিকিৎসা দিতে হচ্ছে বিশ্বব্যাপী। তাই বড়লেখার মানুষের কল্যাণে বড়লেখায় জন্ম নেয়া এবং দেশের বিভিন্ন মেডিকেল থেকে এম.বি.বি.এস সম্পন্ন করা কয়েকজন ডাক্তার মিলে টেলিফোনে বড়লেখার মানুষকে কে চিকিৎসা পরামর্শ প্রদান করে যাচ্ছে। এতে বড়লেখার মানুষ টেলিফোনের মাধ্যমে যেকোনো ধরনের চিকিৎসা বিষয়ে পরামর্শ গ্রহণ করতে পারছেন। এবিষয়ে এই টেলিমেডিসিন এর উদ্যোক্তা ডাঃমাহমুদুল হাসান মিলাদ বলেন, বর্তমান পরিস্থিতিতে আমাদের বড়লেখার মানুষের কষ্ট লাগবের জন্য আমাদের এই প্রয়াস।

বড়লেখা বাসীর চিকিৎসা সহজীকরণে আমরা নিম্নোক্ত চিকিৎসকের মুঠোফোনের মাধ্যমে আপ্নাদের সেবা দিতে প্রস্থত।

নিচে দেয়া সময়সূচি দেখে কল করবেন দয়া করে,কেননা আমরা সবাই বিভিন্ন হাসপাতালে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছি।।

শনি ও সোমবার

ডাঃমাহমুদুল হাসান মিলাদ ০১৮১২-৮৫৯১৫৮ ডাঃজান্নাতুল আদনীন ০১৯২২-৫৩৫১৫৬ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ডাঃমোস্তফা মাহমুদ ইমরান ০১৮৪২-২০৮২০৬ ডাঃ তুফায়েল আহমদ ০১৭৩১-৩৩৪৪৯৭ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

রবিবার

ডাঃইমরান হোসেন ০১৭১০-২৬৩৫২৬
ডাঃ মাহমুদল হাসান মিলাদ ০১৮১২-৮৫৯১৫৮ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ডাঃমোস্তফা মাহমুদ ইমরান ০১৮৪২-২০৮২০৬
ডাঃ নিশাত তামান্না ০১৭৬৬-০৬১০৯৯ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

মঙ্গলবার ও বৃহস্পতিবার

ডাঃ সাব্বির আহমেদ ০১৭৩৫-৪৬৬৯২৩
ডাঃহাজেরা রিমি ০১৭৫৫৯৩৬১০৩ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ডাঃ রাজেন্দ্র প্রসাদ দাস ০১৭৭৮-২৪৩২৭২
ডাঃআলীম আল রাজী খান ০১৩১০-৮৯৭৩৯৭ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

বুধবার ও শুক্রবার

ডাঃ আয়েশা সিদ্দিকা০১৭০৬-৮৯২৯২০
ডাঃনুরানী তারেক নওশী০১৭২৫-৩১৫৮০৪ সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

ডাঃমার্জানা খানম০১৫৩৫-২২০৮৬৬
ডাঃতপন দেবনাথ ০১৭৪৯-৭৭৯৯৪৭ বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত।

আপ্নারা বাসায় বসে মুঠোফোনের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে যোগাযোগ করুন।

IEDCR

০১৯৩৭-০০০০১১
০১৩২৭-৭১১৭৮৪
০১৯২৭-৭১১৭৮৫

অথবা স্বাস্থ্য বাস্থবায়নে

১৬২৬৩

অথবা
৩৩৩ নাম্বারে

আমরা আছি আপনাদের পাশে,আপনারাও সকল নিয়ম মেনে চলুন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.