“করোনা” বড়লেখায় ৩ জনের নমুনা সংগ্রহ: এলাকায় আতঙ্ক

দৈনিক বড়লেখা ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় করোনাভাইরাসের উপসর্গ সন্দেহে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত এক ব্যক্তি ও তার সংস্পর্শ আসা আরও দুইজনের নমুনা সংগ্রহ করা হয়েছে । গত বুধবার নমুনা সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস ।

জানা যায়, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বোয়ালী গ্রামের এক যুবক গত ৮ দিন ধরে জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। এ নিয়ে করোনা ভাইরাসের উপসর্গ সন্দেহে এলাকায় গুঞ্জন শুরু হয় । মানুষের মধ্যে দেখা দেয় চরম আতঙ্ক। মঙ্গলবার সন্ধ্যায় পুরো গ্রামকে স্বেচ্ছায় লকডাউন করে দেয় গ্রামবাসী। এরপর আশপাশের গ্রামগুলোতেও স্বেচ্ছায় লকডাউনের হিড়িক পড়ে যায়। খবর পেয়ে বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রত্নদীপ বিশ্বাসের নেতৃত্বে একটি মেডিককেল টিম ওই রোগীর বাড়িতে যান। এসময় জ্বর সর্দি কাশি আক্রান্ত ওই ব্যক্তিসহ তার সংস্পর্শে আসা পরিবারের আরো দু সদস্যের নমুনা সংগ্রহ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রত্নদীপ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য আজকেই পাঠানো হবে।সন্দেহভাজনদের হোম কোয়ারেন্টেইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সুত্রঃ বড়লেখার ডাক (অনলাইন)

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.