
নিজস্ব সংবাদঃ১৯৭৫ সালের ১৫ অাগষ্ট ভোরে ধানমন্ডি ৩২ নম্বরে চতুর্দিকে রক্তাক্ত ক্ষতবিক্ষত মা,বাবা, ভাইকে দেখে ভয়ে ভয়ে বঙ্গবন্ধুর দুগ্ধ শিশু শেখ রাসেল ক্যাপ্টেন মাজেদের হাত ধরে বলেছিল অাংকেল অামি মায়ের কাছে যাবো, অামি পানি খাবো “” ক্যাপ্টেন মাজেদ বিলম্ব না করে শেখ রাসেলকে নির্মমভাবে হত্যা করে। পানির বদলে রক্তবন্যা ঝরিয়ে দেয় শিশু শেখ রাসেলের বুকের সব রক্ত দিয়ে।
অবশেষে প্রশাসনের হাতে গ্রেফতার হয়েছে সেই খুনি মাজেদ।
