বড়লেখায় ইউএনও এবং থানা ইনচার্জ লকডাউনে রিক্সা/ভ্যানচালক সহ দিনমজুরের হাতে খাবার তুলে দিচ্ছেন।

করোনা নামক ভাইরাসটি বাংলাদেশে ও মহামারী আকারে রুপ ধারণ করায় বড়লেখা পৌর শহরস্থ উত্তর চৌমুহনী পয়েন্ট সম্মুখে রিক্সা চালক ও ভ্যান চালক সহ গরিব অসহায় মানুষের গাড়ি ধার করিয়ে খাবার তুলে দিচ্ছেন, বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার জনাব, শামীম আল ইমরান,ও বড়লেখা থানার অফিসার ইন-চার্জ মানবতার ফেরিওয়ালা জনাব ইয়াছিনুল হক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উনারা মানুষ কে সচেতন রাখতে উনারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন,
কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন, উনারা পুলিশ আসলে লুকিয়ে থাকে, আর পুলিশ চলে গেলে আবার যেই-সেই,

প্লিজ ভাইয়েরা এমন না করে আমাদের সবার ভালোর জন্য, দেশ ও সমাজের ভালোর জন্য আসুন আমরা সবা আর মাত্র কয়েকটা দিন নিজ ঘরে অবস্থান করি,

বিশেষ কিছু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না,
ঘরে থাকুন,সুস্থ থাকুন।

সংগ্রহঃ বড়লেখা মানবসেবা সংস্থা।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.