করোনা নামক ভাইরাসটি বাংলাদেশে ও মহামারী আকারে রুপ ধারণ করায় বড়লেখা পৌর শহরস্থ উত্তর চৌমুহনী পয়েন্ট সম্মুখে রিক্সা চালক ও ভ্যান চালক সহ গরিব অসহায় মানুষের গাড়ি ধার করিয়ে খাবার তুলে দিচ্ছেন, বড়লেখা উপজেলার নির্বাহী অফিসার জনাব, শামীম আল ইমরান,ও বড়লেখা থানার অফিসার ইন-চার্জ মানবতার ফেরিওয়ালা জনাব ইয়াছিনুল হক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উনারা মানুষ কে সচেতন রাখতে উনারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন,
কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ রয়েছেন, উনারা পুলিশ আসলে লুকিয়ে থাকে, আর পুলিশ চলে গেলে আবার যেই-সেই,
প্লিজ ভাইয়েরা এমন না করে আমাদের সবার ভালোর জন্য, দেশ ও সমাজের ভালোর জন্য আসুন আমরা সবা আর মাত্র কয়েকটা দিন নিজ ঘরে অবস্থান করি,
বিশেষ কিছু প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না,
ঘরে থাকুন,সুস্থ থাকুন।
সংগ্রহঃ বড়লেখা মানবসেবা সংস্থা।

