
বড়লেখা ডেস্কঃ ঢাকার কেরানীগঞ্জ থানার খেজুরবাগ এলাকায় ত্রাণ নিতে গিয়ে ১০ বছরের এক শি’শু ধ’র্ষণের শি’কার হয়েছে বলে অভিযোগ উঠেছে। রোববার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অ’ভিযুক্ত ধ’র্ষক মীর খলিলকে (৪৫) আ’টক করেছে পুলিশ। এলাকাবাসী ও পরিবারের অভিযোগ, ত্রাণ দেয়ার নাম করে ওই শি’শুকে বাড়িতে নিয়ে প্রায় চার ঘণ্টা আ’টকে রেখে ধ’র্ষণ করা হয়।
এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহ জামান বলেন, রোববার বিকেল ৩টায় শি’শুটি নি’খোঁজ হলে পরিবারের সদস্যরা এলাকায় মাইকিং করে। পরে রাত ৮টায় শি’শুটিকে তার বাড়ি সামনে রেখে ধ’র্ষক পা’লিয়ে যায়।
তিনি বলেন, পরিবারের পক্ষ থেকে অভিযোগ করলে থানায় নারী ও শি’শু নি’র্যাতন দ’মন আইনে মা’মলা গ্রহণ করা হয়। এরপর ওই শি’শুসহ ধ’র্ষণের অভিযোগে আ’টক খলিলকে আ’দালতে সোপর্দ করা হয়। আ’দালতে ওই শি’শুর জবানব’ন্দি গ্রহণ করেন এবং খলিলকে জে’ল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
