নিজস্ব সংবাদঃ
যে সকল অঞ্চল ২৪ ঘন্টা লকডাউনের আওতাধীন সে সব অঞ্চলের লোকজন আপনাদের একান্ত জরুরী চিকিৎসা সেবা ও জরুরী খাদ্যদ্রব্য কেনাকাটা অথবা জরুরী ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য যার যার নির্দিষ্ট বসতি এলাকার ভেতরে অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে (সকাল ছয়টা হতে বিকেল তিনটার মধ্যে) বের হওয়া যাবে। শুধু মাত্র প্রাপ্ত বয়স্করা বের হতে পারবেন। যারা গাড়ি নিয়ে বের হবেন তারা প্রতি গাড়িতে ড্রাইভারসহ আরেকজন অর্থাৎ মাত্র দুইজন বের হতে পারবেন।
কারফিউর আওতায় থাকা এলাকাসমুহে জরুরী যে সমস্ত সেবা প্রতিষ্টান সমুহ খোলা থাকবে!!
শুধুমাত্র গ্রোসারি শপ, তমিউনাত , ফার্মেসী, পেট্রোল পাম্প, গ্যাসের দোকান, ব্যাংক, সার্ভিস এন্ড মেইন্টেনেন্স প্রতিষ্ঠান যেমন-প্লাম্বিং- ইলেক্ট্রিক- এসি টেকনিশিয়ানের কাজে নিয়োজিত দোকান, খাদ্যপানি পৌছানোর কাজে নিয়োজিত কোম্পানি সমুহ ।
এই ছাড়া অন্যান্য সকল প্রকার ব্যবসায়িক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ ।
সৌদি আরবের আইন কানুন মেনে চলুন।
সবাই ঘরে থাকুন, সুস্থ থাকুন। আসুন প্রতিজ্ঞা করি অপ্রয়োজনে বাসা থেকে বের হবো না। নিজে ভালো থাকব অন্যকেও ভালো রাখবো।
আল্লাহ আমাদের সকলকে সুস্থ ও ভালো রাখুন।
আল্লাহ আমাদের সকলের সহায় হোন।

