সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় শিক্ষিকার মৃত্যু।

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিবের ছোট বোন মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় দক্ষিণ সুরমার উপজেলার নাজিরবাজারে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। দক্ষিণসুরমার লালাবাজার ইউনিয়নের বাঘরখলা গ্রামের সন্তান বাংলাদেশ সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. জয়নুল বারী ছোট বোন মোছা. শাহিনা বেগম (৩৯) স্বামীর সঙ্গে সিলেট শহর থেকে মোটরসাইকেলে করে পিতার বাড়ি বাঘরখলার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে নাজিরবাজার এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে মারাত্মক আহত হন। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মোছা. শাহিনা বেগম লালাবাজার ইউনিয়নের জাফরাবাদ উচ্চবিদ্যালয় ও কলেজের সাবেক শিক্ষিকা ও বর্তমানে সিলেটের মেনিখলা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.