না, ভিক্ষা নয়, প্রতিবেশীর পাশেই দাঁড়িয়েছি। আমাদের কোন স্বেচ্ছাসেবীর পরিবারকেও এভাবেই সাহায্য পৌঁছে দেয়া হবে, যেন তাঁদেরকে লাইনে দাঁড়াতে না হয় ন।

বিতরণে ভিড়ে খাবারের পাশাপাশি রোগ ঘরে বাসায় নিয়ে না আসতে আমরা লাইন ধরে ত্রাণ বিতরণ করছি না। প্রতিটা ঘরের দুয়ারে রাতের অন্ধকারে পৌঁছে দিয়েছি খাবারের বক্সগুলো।
এছাড়া নিম্ন মধ্যবিত্ত এই পরিবারগুলো কোনোদিন লাইনে দাঁড়াবে না, তাঁদের সে আত্মসম্মানবোধকে আমরা সম্মান জানাতে চেয়েছি এই বিতরণ ব্যবস্থার মধ্য দিয়ে।
এভাবেই কাজ করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ
মানুষ মানুষের জন্য,আসুন সামান্য খাবারের বিনিময়ে ছবি তুলা থেকে বিরত থাকি।

