বড়লেখায় স্বেচ্ছায় লকডাউন করেছে এলাকাবাসীর সচেতন যুবসমাজ।

নিউজ ডেস্কঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার একাধিক পাড়া-মহল্লার সকল সড়ক স্বেচ্ছায় লকডাউন করেছে এলাকাবাসীর সচেতন যুবসমাজ।

নিউজটি ভালো লাগলে শেয়ার করবেন

সোমবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৬ঘটিকা পর্যন্ত বড়লেখা পৌর শহরের বৃহত্তর পাখিয়ালার ৩টি প্রবেশের প্রধান প্রধান সড়ক, হিনাইনগর বালিছড়া, মুছেগুল ও দক্ষিণ ভাগ (উত্তর) ইউনিয়নের রুকনপুর ফাবির মুখ ও আইডিয়াল মাদরাসা সন্নিকটেসহ অনেক অলিগলি পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দিয়ে স্বেচ্ছায় লকডাউন ঘোষণা করে এলাকার সচেতন যুবসমাজ।

বৃহত্তর পাখিয়ালা গ্রামের স্বেচ্ছায় লকডাউনের আওতায় আনার অন্যতম উদ্যোগী বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার ইংরেজি প্রভাষক তারেক আহমদ জানান বড়লেখা পৌর শহরের প্রধান সড়কে পথচারী ও যানবাহন চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু সেই বাধা অতিক্রম করতে পথচারী ও বিভিন্ন যানবাহন আমাদের মহল্লার সড়ক ব্যবহার করে চলাচল করছে। এতে করোনা সংক্রমনের ঝুঁকিতে পড়ছে এলাকায় বসবাসকারীরা। তাই করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে সোমবার এলাকাবাসী একত্রিত হয়ে গ্রামের প্রধান সড়কসহ অলিগলি বন্ধ করে দিয়ে লকডাউন ঘোষণা করে।

এ বিষয়ে হিনাইনগর বালিছড়ায় ও হিনাইনগর গ্রামে স্বেচ্ছায় লকডাউনের উদ্যোক্তা অত্র এলাকার বাসিন্দা বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ জানান আমি এলাকাবাসীকে সাথে নিয়ে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কসহ অন্যান্য সড়কে পথচারী ও যানবাহন চলাচল সীমিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ফলে আমাদের পাড়ার ভিতরের সড়ক দিয়ে অযাচিত লোকজন ও বিভিন্ন যানবাহনের চলাচল বৃদ্ধি পেয়েছে। এতে করোনা সংক্রমণ ছড়ানোর ভয় থাকে। পাশাপাশি প্রবেশ পথে জীবানু নাশক রাখা হবে। জরুরী প্রয়োজনে কেউ প্রবেশ করতে চাইলে জীবানুমুক্ত হয়ে প্রবেশ করতে হবে। একইভাবে পাড়ার কেউ বাইরে গেলেও ফিরে আসার সময় জীবানুমুক্ত হবেন। করোনা সংক্রমণ ঝুঁকি এড়াতে এবং নিজেদেরকে রক্ষার জন্য পাড়ার প্রধান সড়ক বন্ধ করে পাড়াটি লকডাউন ঘোষণা করেছি।

অপর দিকে রুকনপুর এলাকার বাসিন্দা জাকারিয়া মাহমুদ বলেন, ‘আমরা নিজের এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ওই সিদ্ধান্ত নিয়েছি। এলাকায় প্রবেশের প্রত্যেকটি সড়ক বন্ধ করায় আমাদের এলাকায় বহিরাগত মানুষের আগমন বন্ধ হবে। এলাকাবাসী জরুরী প্রয়োজনে সড়কে পায়ে হেঁটে চলাচল করছে। এখন পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগি নেই। এলাকাবাসী তাদের নিজেদের নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে পাড়ার সড়কগুলো লকডাউন করেছে।’

উল্লেখ্য স্বেচ্ছায় লকডাউনের জন্য যদিও সরকারি কোন আদেশ নেই তবুও তাদের নিজস্ব উদ্যোগে এই স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার এই প্রক্রিয়াকে অনেকে স্বাধুবাদ জানাচ্ছেন এবং আরও কয়েকটি এলাকায় তাদের দেখাদেখি স্বেচ্ছায় লকডাউনে যাওয়ার প্রক্রিয়া চলছে।সুত্রঃ বড়লেখা এক্সপ্রেস

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.