ব্যবসায়ীর বাড়িতে মিলল ছয় মেট্রিক টন সরকারি চাল।

ব্যবসায়ীর বাড়িতে উপজেলা প্রশাসনের অভিযান

নিউজ ডেস্কঃ

নওগাঁর রাণীনগরে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ছয় মেট্রিক টন সরকারি চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও মো. আল মামুন।
অভিযুক্ত আয়েত আলী ওই উপজেলার রাতোয়াল শলগাড়ীয়াপাড়ার আইন আলীর ছেলে।

ইউএনও জানান, গোপন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ী আয়েত আলীর বাড়িতে অভিযান চালিয়ে ছয় মেট্রিক টক বিক্রয় নিষিদ্ধ ভিজিডি’র চাল ও ১৩৮টি খালি বস্তা উদ্ধার করা হয়েছে। অভিযানের খবর পেয়ে ওই ব্যবসায়ী পালিয়ে যান। এ কারণে তাকে আটক করা যায়নি।

এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্মাম মাহমুদাসহ ইউপি চেয়ারম্যান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.